Headlines

লালন পদাবলী: যারে বলছ মাগি মাগি

লালন পদাবলী

যারে বলছ মাগি মাগি।
সে ঘাট এড়াতে পারে সে মহা বৈরাগী।।

মাগির দায় নন্দের বেটা
হালছে বেহাল গলে ক্যাথা
উদাসীনে মুড়িয়ে মাথা
ফিরছে হয়ে যোগী।।

মাগির প্রেমে চণ্ডীদাসে
বিকালে রজকীর পাশে
মরিয়ে জীবন পায় সে
হয়ে শুদ্ধ অনুরাগী।।

দেবের দেব সে বিরধি কালী
মাগির দায় শ্মশানবাসী
লালন কয় সে আউলেকেশী
বুকে পা দিয়ে কিসের লাগি।।