Headlines

শাহিদা সুলতানার কবিতা: বেকুটিয়া ফেরিঘাট

শাহিদা কলাবতী ফুল

বেকুটিয়া ফেরিঘাট

জেগে থাকে

বেকুটিয়া ফেরিঘাট,

একা সারারাত-

বলেশ্বরের অশান্ত স্রোতে

নেচে নেচে চলে যায়,

একলা শ্যাওলা

নোনাজোলো মৃত্যুকে ছুঁতে।

পাতা শ্যাওলা

 

 

ফুরোয়না

হাজার রাতের গল্প-

ইলিশ নৌকায়

টিমিটিমে বাতি জ্বেলে

উদাসী জেলের চোখ

জলের উপরে।

Horijontal line