১
ডায়েরির পাতাগুলো ভরে গেছে,
সারারাত আলো জ্বলে নিভে গেছে,
তবু আমি কোনো দুঃখের সন্ধান পাইনি!
দারা-পুত্র অপহৃত হয়েছে,
রাষ্ট্র তা জেনে গেছে,
তবু আমি কোনো শত্রুর সন্ধান পাইনি।
২
নির্বাক হয়ে রই—
হেরে গেছে মানুষের মিছিল,
ওদের শর্ত এখন আরো শিথিল,
জীবনের লক্ষ্য যখন স্বর্গরোহণ
স্বার্থান্বেষে অস্ত্র হাতে শাস্ত্রে অবগাহন।
দিব্যেন্দু দ্বীপ