♥ টান
সমুহ হারের মুখে যখনই হাতে ওঠে তুরুপের তাস
তখনই বুঝে ফেলি তোমার কপোল ছুঁয়ে
এ শহরে ঢুকে গেছে মাতাল বাতাস!
খাঁদের কিনারে এসে যতবার করি অসহায় আত্মসমর্পণ
কী এক অদৃশ্য টানে ততবারই তুমি রুখে দাও
সুনিশ্চিত আমার মরণ!
♥ ইচ্ছে ছিল
ইচ্ছে ছিল হাঁটব দু’জন
ঝাউ-জারুলের বন পেরিয়ে
গায়ে মেখে পাখির কূজন
সারা বিকেল মৌনব্রতে
কাটিয়ে দেব অনেকটাক্ষণ।
ইচ্ছে ছিল।
আকাশ প্রদীপ উঠলে জ্বলে
ঘোরলাগা এক সন্ধ্যারাতে
লুকিয়ে মুখ তোর আঁচলে
স্বপ্ন দেখার তালিম নেবো
মাতাল হাওয়ার দোদুল দোলে!
ইচ্ছে ছিল।
ইচ্ছে ছিল অনন্ত রাত
এক বালিশে মাথা রেখে
দুই হৃদয়ের এক অভিঘাত
এক বাসনার পাঠশালাতে
পড়বো দু’জন প্রেম-ধারাপাত!
ইচ্ছে ছিল!
♥ একলা সরোদ
বাইরেটাই দেখলে শুধু
রাখলে না পা ভেতরটাতে
একটু যদি নরম হাতে
জীর্ণ-শীর্ণ দরজাটাতে
ধাক্কা দিতে
খুলে যেতো !
বাইরে খসা পলেস্তরা
ভেতর দেয়াল শ্বেত পাথরের
দখিন হাওয়ার শার্সি দোলায়
গন্ধ পেতে গুল-আতরের
একটু যদি নরম হাতে
জীর্ণ-শীর্ণ দরজাটাতে
ধাক্কা দিতে
খুলে যেতো !
হাজার হীরের ঝাড়বাতি
আর সরাব মাতাল জলসাঘরে
পড়েই আছে একলা সরোদ
কান দিয়ে তার বুকের পরে
তোমারও ঠিক কান্না পেতো
একটু যদি নরম হাতে
জীর্ণ-শীর্ণ দরজাটাতে
ধাক্কা দিতে
খুলে যেতো!
দ্বিধার দেয়াল চূর্ণ করে
হটিয়ে সকল লোকলাজ-ভয়
দেখতে যদি ভেতর মহল
খুব একাকী একটি হৃদয়
আবার বাঁচার ছন্দ পেতো
একটু যদি নরম হাতে
জীর্ণ-শীর্ণ দরজাটাতে
ধাক্কা দিতে
খুলে যেতো
খুলেই যেতো …
রূপম রোহান