Headlines

শেখ মোঃ শিপন আলী’র কাব্যগ্রন্থ ‘রুপালি রোদের ঘ্রাণ’

শেখ মোহাম্মদ শিপন আলী

রূপালি রোদের ঘ্রাণঅমর একুশে গ্রন্থ মেলা ২০২৪-এ কবি শেখ মোঃ শিপন আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘রুপালি রোদের ঘ্রাণ’ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন কবি শাহীন রেজা রাসেল। বইটি এখন অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে। গ্রন্থটির মূল্য ২০০টাকা। মানব জীবনের নানা রকম প্রাপ্তি , অপ্রাপ্তি, মানব একাকিত্ব , জীবনবোধ, জীবনচেতনা, মুক্তিযুদ্ধ, সমাজ বাস্তবতা, নারী পুরুষের সামাজিক অবস্থান ও দ্বন্দ্ব-বৈষম্য ফুটে উঠেছে লেখকের পঙক্তিমালায়। পাঠকের উৎসাহ আর ভালোবাসা লেখকের মূল অনুপ্রেরণা। প্রথম বইয়ের অনুভূতি জানতে চাইলে কবি শেখ মোঃ শিপন আলী বলেন, “প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে, যা সম্পুর্ন নতুন এক অভিজ্ঞতা, ফলে ভীষণ ভালো লাগার অনুভূতির সাথে সাথে নতুন লেখক হিসাবে কিছু চ্যালেঞ্জ রয়েছে।” লেখক শেখ মোঃ শিপন আলী ১৯৮৬ সালের ২ মার্চ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে জন্মগ্রহন করেন। পিতা মোঃ আব্দুর রশিদ শেখ, মাতা সালেহা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও প্রথম শ্রেণীতে (তৃতীয়) স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনে উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ-এর প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক হিসাবে ২০১০ থেকে ‘১৩ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পরিবেশ সংগঠন ‘যুব পরিবেশবিদ সমিতি বাংলাদেশ (ইয়েসবিড)’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ মোঃ শিপন আলী রাষ্ট্রায়ত্ত একমাত্র নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করার পাশাপাশি বর্তমানে শখের বশে লেখালেখিতে মনোনিবেশ করেছেন। প্রকৃতি অন্তঃপ্রাণ এ মানুষটি সবসময় পরিবেশ-প্রতিবেশের কল্যাণের জন্য কাজ করে যেতে চান। পত্রিকা এবং সাময়িকীতে পরিবেশ বিষয়ক প্রবন্ধ দিয়ে লেখালেখির শুরু হলেও ‘রূপালী রোদের ঘ্রাণ’ তার প্রথম কাব্যগ্রন্থ।

রূপালি রোদের ঘ্রাণ