Headlines

সমুদ্রে শুধু গর্জনই থাক!

আপেল আঙ্গুর বেদানা মণ্ডা মিঠাই

মাংসের দোকানে

পর্দা পরাচ্ছ না কেন, ভাই?

ক্ষুধাই যে মরে যাই,

পারলে কেড়ে নিয়ে খাই।

ক্ষুধার্তের সামনে খাদ্য উন্মুক্ত রাখা

অবিচার, অধর্ম কি নয়?

নারী নগ্ন হলে নাকি লালা পড়ে,

পড়তেই থাকে তোমাদের অঝোরে!

রক্তপাতও বন্ধ হয়, কিন্তু

ধর্ষণ বৈ লালা পড়া বন্ধ হয় না শুনি!

বিস্ময়ে ভাবি, হররোজ ক্ষুধার্ত যে

তার সামনে সারি সারি খাবার,

খাচ্ছ তোমরা দেখিয়ে দেখিয়ে!

দোকান ভেঙে, তোমার ঘর থেকে

লুটে নিলে তাতে তাদের কেন দোষ?

আপেল আঙ্গুর বেদানা মণ্ডা মিঠাই

মাংসের দোকানেও তবে পর্দা পরাও।

ধর্ম যদি সত্য হয় তবে শুধু নারী কেন,

সুন্দর সবকিছু আজ বন্দী করো।

আকাশটাকে আটকে দাও,

হিমালয় ঢেকে দাও, সমুদ্রে শুধু গর্জনই থাক

সৈকতটা উপড়ে ফেল। এখনই, আজই।


দিব্যেন্দু দ্বীপ #কবিতাটি “ওরাই ঈশ্বর” কাব্যগ্রন্থ থেকে সংকলিত।