Headlines

হর-পার্বতী সমাচার // চাণক্য বাড়ৈ

বাগেরহাট

এবার পালক খসাও, স্বর্ণময়ূর— রুদ্র নাচের ঢঙে তোমাকে

ভীষণ লাগে— ঝড়ের বার্তা নিয়ে কী এত ভাব? ওই দেখো জ্বলন্ত ঈশান—

মৃদঙ্গ-মেঘের মেয়েরা প্রতিশ্রুত আছে— তারা আজ বাজাবে নূপুর—

 

যাক প্রলয় লুপ্ত দিন— উঠে এসো কৈলাস বেয়ে— নটরাজ, এদিকে সমুদ্রও

ডাকে— হাঁসুলি চাঁদের ছায়া দেখা দিল নাকি নাভির গণ্ডুষে?

আনো তবে বিষ তির,

বিদ্ধ করো— সর্বাঙ্গে ছড়িয়ে দাও বিষের কল্যাণ—

 

এল মুদ্রা হরণের কাল— পাহাড় আর সমুদ্রের মাঝে সমভূমি, পপি-উপত্যকা–

বিজলি চমকের ফাঁকে চেয়ে দেখো,

এই আমি কী সুন্দর পার্বতী সেজেছি—

 

নটরাজ, আনো তবে প্রবল প্রলয়—


লেখক ও শিক্ষক
চাণক্য বাড়ৈ। কবি ও শিক্ষক।