Headlines

আমাদের ভুলভাল দুঃখগুলো // হাসনা হেনা

Hasna Hena

উদ্ভট সব ভ্রষ্ট কষ্টের গল্পগুলো শেষ হলেই

প্রশান্ত হবে সবুজ রেখা টানা আঁকা বাঁকা মেঠো পথ;

আমাদের ভুলভাল দুঃখগুলো ক্ষয়ে যাবে

গ্রাম্য বাউলের একতারার উদাস সুরে

বাতাসের আলিঙ্গনে সতেজ হবে

আমাদের দুঃস্থ ,পীড়িত হৃদয়-

রাত্রির নক্ষত্রের ছায়ায় এস্ততায়

নেমে আসবে রূপালী অলৌকিক প্রেম।

বিস্মিত নির্বাক নদী আকাশ নিঙড়িয়ে

বুকে ধরবে অজস্র জল;

শরতের মৃদু শিশিরে পরম সুখে

মুখগুঁজে নিবে কিশোরী রোদ!

থেমে যাবে প্রকৃতির অন্তঃস্থ ক্রোধ

সবুজের সরলতায় পায়ে পায়ে হেঁটে যাবে

আমাদের অনন্ত প্রেম ….


হাসনা হেনা Hasna Hena