Headlines

দামী ব্রান্ডের নামে আমদানী করা কসমেটিকস্ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না কাস্টমস্

খুলনা

ভালো স্কিন কেয়ারের জন্য অনেকেই ভালো একটি সুপার শপ খোঁজেন। এরপর উচ্চমূল্য দিয়ে কসমেটিকস্ কেনেন। ফলোআপ নিউজ অনুসন্ধান করে দেখেছে— এ ধরনের অনেক কসমেটিকস্ই নকল। খুলনার একটি নামী সুপার শপ থেকে কিছু পন্য নিয়ে অনুসন্ধান করতে গেলে ইমপোর্টার বা কাস্টমস্ কেউ-ই এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। পণ্যভেদে আমদানীকৃত পণ্যের মান নিয়ন্ত্রণ করে কাস্টমস্ কোয়ারেনটিন এবং বিএসটিআই। খোঁজ নিয়ে জানা গেছে পণ্য ঢোকার আগেই কাস্টমস্ কোয়ারেনটিনের কাগজ হয়ে যায়, মান যাচাইয়ের কোনো প্রশ্ন নেই। বিএসটিআইও শুধু কাগজ দিয়ে খালাস। অবৈধ লেনদেন তো আছেই। প্রমাণসাপেক্ষ নয় বলে নিশ্চিতভাবে নাম দাগিয়ে উল্লেখ করা যাচ্ছে না। বিষয় হচ্ছে— ভালোভেবে উচ্চমূল্যে যে কসমেটিকসগুলো আপনি কিনছেন, তার বেশিরভাগই আসলে নকল, হয় দেশে নকল, না হয় বিদেশে নকল।

প্রতিবেদনটি পূর্ণাঙ্গ প্রকাশিত হবে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে। প্রতিবেদনটি তৈরি করছে ফলোআপ নিউজ টিম। অর্থায়ন করছে নূজহাত।