
একটি লিমিটেড কোম্পানির নন-প্রফিট শেয়ার বলে আসলে কিছু নেই। সে হিসেবে ফলোআপ নিউজ-এর সকল শেয়ারও আসলে প্রফিট শেয়ার। এখানে নন-প্রফিট শেয়ার বলাতে প্রত্রিকা ব্যবসায় প্রফিট না হলেও আপনার কোনো অভিযোগ থাকবে না, আপনি অন্য সুবিধাগুলোর দিকে মনোযোগী হবেন। ফলোআপ নিউজ যেহেতু অনেকগুলো সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে, অতএব, ফলোআপ নিউজ-এর মালিক হওয়ার অর্থ আপনিও সেগুলোর মালিক।
মাত্র ২০,০০০ টাকায় Follow-Up News-এর ম্যানেজিং পার্টনার হোন!
✨ এখনই যোগ দিন এবং উপভোগ করুন এক্সক্লুসিভ সুবিধাসমূহঃ
️ অফিসিয়াল পরিচয় ও মালিকানা
-
✅ ম্যানেজিং পার্টনার কার্ড – অফিসিয়াল আইডেন্টিটি কার্ড পাবেন।
-
✅ নন-প্রফিট মালিকানার দালিলিক প্রমাণ – লিখিত ও আইনগতভাবে সুরক্ষিত মালিকানা।
নেটওয়ার্ক ও পরিচিতি
-
✅ আন্তর্জাতিক বলয়ে যুক্ত হওয়ার সুযোগ – গ্লোবাল নেটওয়ার্কে পরিচিতি ও প্রভাব বৃদ্ধি।
-
✅ সহস্রাধিক প্রতিষ্ঠিত মানুষের পরিবারে যুক্ত হবেন – সফল মানুষের সাথে নেটওয়ার্ক গড়ে তুলুন।
-
✅ সমাজে মর্যাদাবান ও প্রভাবশালী হিসেবে গণ্য হবেন – সামাজিক শক্তি এবং সম্মান বাড়ান।
️ নিরাপত্তা ও সাপোর্ট
-
✅ দুবৃত্তরা আপনাকে ডিস্টার্ব করবে না – আপনার প্রতি তাদের আচরণ হবে সম্মানজনক।
-
✅ রাষ্ট্রীয় বাহিনীও সমঝে চলবে – এদিক থেকেও নিরাপত্তা এবং প্রভাব বাড়বে।
-
✅ সরকারি অফিসে দাপ্তরিক কাজগুলো সহজ হবে – সময় ও ঝামেলা কমবে। ঘুষ লাগবে না।
-
✅ সবসময় থাকবেন সুরক্ষিত – ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তায় অতিরিক্ত নিশ্চয়তা।
মিডিয়া ও সহায়তা সুবিধা
-
✅ সমস্যায় পড়লে পত্রিকা পাশে দাঁড়াবে – শক্তিশালী সাপোর্ট পাবেন।
-
✅ আপনার বা আপনার কোনো সুহৃদের সমস্যা হলে সাথে সাথে নিউজ হবে – আপনার কণ্ঠ পৌঁছে যাবে সমাজের সামনে।
❤️ চিকিৎসা সহায়তা
-
✅ চিকিৎসা সহায়তা ও ফান্ড গঠন – বড় কোনো রোগ হলে চিকিৎসার জন্য ফান্ড গঠন ও প্রয়োজনে বিদেশে চিকিৎসার সব ব্যবস্থা।
অথবা কিছুই না – আপনি কেবলই একটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। অর্থাৎ, যদি কেউ মনে করেন ইতোমধ্যে এই সুবিধাগুলো আমার আছে, তার জন্য সমাজের মানুষের পাশে দাঁড়ানোর অভূতপূর্ব এক সুযোগ।
তাহলে আর দেরি কেনো?
পত্রিকার একাউন্টে টাকা জমা দিন এবং নিম্নলিখিত কাগজগুলো জমা দিয়ে আজই অংশীদার হয়ে যান।
যে যে কাগজ লাগবে (সফট কপি):
-
ভোটার আইডি কার্ডের ফটোকপি
-
️ এক কপি ছবি
-
স্থায়ী ঠিকানা
-
সমাজের গ্রহণযোগ্য কারো কাছ থেকে একটি প্রত্যয়নপত্র,
যেখানে তার ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।
ℹ️ বিদ্রঃ
কেউ ইচ্ছা পোষণ করলেই Follow-Up News তাকে অংশীদার বানানোর নিশ্চয়তা দিতে না পারলেও আপনার ইচ্ছার মূল্য আমাদের কাছে অপরিসীম।

কারা Follow-Up News-এর অংশীদার হতে পারবে না
আমরা একটি নিরপেক্ষ, সামাজিক দায়বদ্ধ এবং বিশ্বাসযোগ্য গণমাধ্যম। অংশীদার হতে হলে নৈতিকতা, আইন মেনে চলা এবং সামাজিক গ্রহণযোগ্যতা জরুরি। নিচের ক্যাটাগরির ব্যক্তিরা অংশীদার হতে পারবেন নাঃ
1️⃣ আইন ও অপরাধ সম্পর্কিত
-
❌ চলমান ফৌজদারি মামলার আসামি বা সাজাপ্রাপ্ত অপরাধী
-
❌ সন্ত্রাস, নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি
-
❌ চাঁদাবাজি, জমি দখল বা সংগঠিত অপরাধে জড়িত ব্যক্তি
-
❌ প্রতারণা, অর্থপাচার বা দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যক্তি
-
❌ মাদক ব্যবসা, মানবপাচার বা অবৈধ ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি
2️⃣ সামাজিক ও নৈতিকতা সম্পর্কিত
-
❌ সমাজে কুখ্যাত বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি
-
❌ ভুয়া কাগজপত্র বা মিথ্যা তথ্য জমা দেওয়া ব্যক্তি
-
❌ নৈতিকতা, মানবাধিকার বা সামাজিক সম্প্রীতি বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি
-
❌ সাংবাদিকতা বা পত্রিকার নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাওয়া ব্যক্তি
-
❌ সমাজে প্রশ্নবিদ্ধ বা গ্রহণযোগ্য নয় এমন ব্যক্তি
3️⃣ রাজনীতি ও সরকার সম্পর্কিত
-
❌ সরাসরি কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সাথে যুক্ত ব্যক্তি
-
❌ সরকারী বা রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি
4️⃣ অন্য গুরুত্বপূর্ণ বিষয়
-
❌ যারা পত্রিকার উদ্দেশ্য বা সামাজিক দায়বদ্ধতা অনুধাবন করে না
-
❌ যাদের কার্যক্রম সমাজে বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে
-
❌ যারা ব্যক্তিগত বা পারিবারিক হীন স্বার্থে পত্রিকাকে অপব্যবহার করতে চায়
