সঠিক মান, সুন্দর ডিজাইন এবং সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বাজারে এসেছে Q&C প্রডাক্টস, জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুবর্না সাথী। ইতোমধ্যে তারা দশটি ডিজাইনে বিশেষ ধরনের খাতা বাজারে এনেছে। কাভার পেজটিকে পরিবর্তনের স্লোগান এবং শিক্ষণীয় বিষয়বস্তুতে তৈরি করার একটি সংস্কৃতি সৃষ্টি-ই এক্ষেত্রে তাদের মূল লক্ষ। এছাড়াও তারা বাঁশের তৈরি কিছু উপকরণ বাজারজাত করার চিন্তাভাবনা করছে। গ্রামের কারুশিল্পিদের সম্পৃক্ত করে তারা এই কাজটি করতে চায় বলে জানিয়েছেন। পাশপাশি মাটির তৈরি কিছু উপকরণ কীভবে বিশ্ববাজারে জনপ্রিয় করা যায় সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছে।