কোনো ধরনের আইন ও নিয়মের তোয়াক্কা না করেই নিরিবিলি আবাসিক এলাকা সোনাডাঙায় ভবন নির্মাণ করা হয়, হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী না দিয়েই এবং উচ্চমাত্রার শব্দ করে সোনাডাঙা আবাসিক এলাকার ২ নম্বর ফেজে চলছে ‘রোজ ভ্যালি’ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির ভবন নির্মাণের কাজ। শহরে এ ধরনের একটি ভবন নির্মাণের কাজ দেখভাল করার জন্য সরকারের অনেকগুলো সংস্থা কাজ করে থাকে। খুলনার ক্ষেত্রে খুলনা উন্নয়ন কতৃপক্ষ এবং সিটির্পোরেশন মূখ্য ভূমিকা পালন করার কথা। শব্দ দূষনের বিষয়টি পরিবেশ অধিদপ্তর দেখভাল করে। সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরেই নাগরিক অধিকারকর্মী দিব্যেন্দু দ্বীপ অভিযোগ দায়ের করেছেন।
পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক, চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কতৃপক্ষ, প্রধান নির্বাহী, খুলনা সিটি কর্পোরেশন, এবং খুলনা জেলা প্রশাসক বরাবর অভিযোগটি করা হয়েছে।
আবেদনের ৬ দিন পরঃ
সরকারের তিনটি দপ্তরের কাছে প্রতিকার চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি।
আজকের চিত্রঃ