যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের বাংলাদেশী শিক্ষক রাশিদুল বারীর ছোট ছেলে আইজাক মাত্র চার বছর বয়সেই দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নজর কেড়েছেন। এত অল্প বয়সেই গণিত ও পদার্থবিজ্ঞানের ওপর অসাধারণ দখলের কারণে ইতিমধ্যেই ‘চার বছর বয়সী আইনস্টাইন’ খেতাব পেয়েছে আইজাক। তার প্রতিভায় মুগ্ধ হয়ে আমেরিকায় অধ্যাপনারত বাংলাদেশেরই আরেকজন অধ্যাপক মাহফুজুর রহমান বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনীকার আইজাক আসিমভের নামানুসারে ছেলের নাম রাখার প্রস্তাব দেন রাশিদুল বারীকে। তার পরামর্শে রাশিদুল বারী ছেলের নাম রাখেন আইজাক।
চার বছর বয়সী আইজাকের প্রতিভা অমেরিকায় সাড়া ফেলে দিয়েছে। দেশটির খ্যাতনামা অধ্যাপকরা আইজাকের প্রতিভার প্রশংসা করেছেন এবং তাকে ‘ভবিষ্যৎ বিশ্বের জন্য বড় সম্পদ’ হিসেবে উল্লেখ করেছেন। হাফিংটন পোস্ট, ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ অনেক সংবাদমাধ্যমেই আইজাককে নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে। রাশিদুল বারী জানিয়েছেন, আমেরিকার একটি জনপ্রিয় টেলিভিশনে কয়েকদিনের মধ্যেই আইজাককে নিয়ে একটি অনুষ্ঠান প্রচার হওয়ার কথা রয়েছে। বাপস নিউজ