‘মেয়ের মুসলিম নাম রাখছ কেন?’ শুনেছেন কটাক্ষ, নেই শাহিদার পদবী! মাতৃত্ব নিয়ে অকপট সুদীপ্তা চক্রবর্তী।
১১ বছর আগে ‘উড়নচণ্ডী’ পরিচালক অভিষেক সাহার সঙ্গে ঘর বাঁধেন কোলকাতার অভিনেত্রী সুদীপ্তা। তাদের একমাত্র কন্যা শাহিদা নীরা।
![সুদীপ্তা চক্রবর্তী](https://follow-upnews.com/wp-content/uploads/2025/02/AHA_1739170693097_1739170779541.jpeg)
২০১৫ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সুদীপ্তা। মেয়ের নাম প্রকাশ্যে আসবার পর থেকেই নানান কটাক্ষ শুনতে হয়েছিলো সুদীপ্তাকে। কারণ, অভিনেত্রীর মেয়ের নাম শাহিদা। নামের সঙ্গে পদবী নেই। বরং মেয়ের পুরো নাম শাহিদা নীরা।
মেয়ের মুসলিম ঘেঁষা নাম নিয়ে সুদীপ্তাকে শুনতে হয়েছে বিদ্রুপ। অভিনেত্রী বলেছিলেন, “কত লোক বলেছে ‘তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না’, ‘যখন বড় হবে, তখন দেশের আরও খারাপ অবস্থা হবে’, ‘কেন ওর মুসলিম নাম রাখছ?” পাত্তা দেননি সুদীপ্তা।
নিজের এই ব্যতিক্রমধর্মী নাম নিয়ে দারুণ এক্সাইটেড শাহিদা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুদীপ্তা বলেছেন, ‘এই পদবীর বিষয়টা নিয়ে ও মজা পায়। কারণ, ওর নামটা আর সকলের থেকে আলাদা।’ মেয়ে তার বাবা বা মায়ের পদবীতেই আটকে থাকুক এটা সুদীপ্তা বা অভিষেক কেউই চান না। তবে বড় হয়ে শাহিদা চাইলে চক্রবর্তী বা সাহা পদবী ব্যবহার করতেই পারে। জানান অভিনেত্রী।
![সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল](https://follow-upnews.com/wp-content/uploads/2025/02/Screenshot_20250212_070143_Instagram-Lite.jpg)