জাতিসংঘ মানবাধিকার কমিশন কোন ধরনের দেশগুলোতে থাকে, কেনো প্রয়োজন হয়?

জাতিসংঘ মানবাধিকার কমিশন
জাতিসংঘ মানবাধিকার কমিশন (UN Human Rights Commission), যা বর্তমানে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস (OHCHR) নামে পরিচিত, বিভিন্ন দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে। তবে, এই কমিশনের অফিস বা উপস্থিতি সব দেশে নেই। সাধারণত, OHCHR নিম্নলিখিত ধরনে দেশে তাদের অফিস স্থাপন করে থাকেঃ