জার্মানির মধ্যাঞ্চলে একটি ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে ১৭ বছরের এক আফগান কিশোর শরনার্থী। এতে ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে। পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই হামলাকারী। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (১৮ জুলাই) রাতে মধ্যাঞ্চলের ওয়ার্শবার্গ শহরের হেইডিংসফেল্ড এলাকায় হঠাৎ ট্রেনে উঠে ‘আল্লাহু আকবর’ বলে এই কিশোর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে প্রকাশ করে বিবিসি, সিএনএন, ডয়েচে ভেল সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ঘটনার পরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
১৭ বছরের এই আফগান জঙ্গি সংগঠনের সদস্য কিনা নিশ্চিত নয় স্থানীয় সংবাদমাধ্যম। জানা গেছে, পরিবারের সাথে জার্মানিতে সে আশ্রয় পেয়েছিল।
ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। এতেও বেশ ক’জন আহত হয়েছেন। হামলা চালিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী।
এ ঘটনায় হেইডিংসফেল্ডসহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।