বাংলা থেকে মোট ৯ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। আধ্যাত্মিকতা নিয়ে বিশেষ কাজের জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে স্বামী প্রদীপ্তানন্দকে (কার্তিক মহারাজ)।
পদ্মশ্রী পাওয়ার খবর পেয়েই প্রতিক্রিয়ায় কার্তিক মহারাজ বলেন, ‘দায়িত্ব অনেকটাই বাড়িয়ে দিল। আমাকে আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। তাদের সুখ-দুঃখের সঙ্গে জড়িত হতে হবে।’
বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ ঔরঙ্গাবাদে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের কাছে দীক্ষা নেন। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর কার্তিক মহারাজ বলেন, ‘আমি এই সম্মান প্রণবানন্দজী মহারাজ এবং গোটা ভারত সেবাশ্রম সঙ্ঘকে উৎসর্গ করছি। ভারত সেবাশ্রম সঙ্ঘের সেবক হিসেবে আমি খুব আনন্দিত।…আমি যেন জীবনের শেষদিন পর্যন্ত অহংকার, অভিমানকে চূর্ণ করে মানুষের পাশে থাকতে পারি।’
প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসে আগে প্রথা মেনে শনিবার (২৫ জানুয়ারি) এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে ভারত। পদ্মশ্রী ছাড়াও পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ সম্মানপ্রাপকদের তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। এ বছর মোট ১৩৯ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। ১৯ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৩ জনকে।