নিজের মাসীকে বিয়ে

বিহার
বিহার
নিজের মাসীকে বিয়ে করলো যুবক।

বাপ-বেটা ভায়রা ভাই। শচীন দুবে তার নিজের মাসি আয়ুষিকে বিয়ে করেছেন। বিহারের জামুই জেলা থেকে এক অনন্য ঘটনা সামনে এসেছে, যেখানে শচীন দুবে তার নিজের মাসি আয়ুষি কুমারীকে বিয়ে করেছেন। আয়ুষির প্রথম বিয়ে হয়েছিলোৃ  ২০২১ সালে বিশাল দুবের সাথে, যার থেকে তার একটি সন্তানও রয়েছে। এখন আরুষি তার ভাগ্নে শচীনকে বিয়ে করেছেন।