Headlines

বিলুপ্তির পথে আফ্রিকার গরিলা

আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা আইইউসিএন একথা বলছে, অবৈধ শিকারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে আফ্রিকায় গরিলাদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।

গেরিলা
বিলুপ্তপ্রায় বন্য প্রাণীর তালিকায় উপরের দিকে রয়েছে গরিলারা।

আইইউসিএন বিলোপের হুমকিতে থাকা বন্য প্রাণীদের একটি ‘লাল তালিকা’ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে কমতে কমতে ইস্টার্ন গেরিলাদের সংখ্যা এখন মাত্র পাঁচ হাজারে এসে ঠেকেছে।

গত দু`দশকে আফ্রিকাতে ইস্টার্ন গরিলার সংখ্যা ৭০% কমেছে বলে সংস্থাটি বলছে।

শুধু গরিলাই না, বানর শ্রেণীর অন্যান্য স্তণ্যপায়ী প্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে বলে আইইউসিএন বলছে।

আইইউসিএনএর লাল তালিকায় দেখা যাচ্ছে, বোর্নিও এবং সুমাত্রার ওরাংওটানও বিলুপ্তির পথে।

কমে যাচ্ছে শিম্পাঞ্জি এবং বোনোবোর সংখ্যাও।

আইইউসিএনএর লাল তালিকায় প্রাণী ও উদ্ভিদ মিলিয়ে ৮২,৯৫৪টি প্রজাতির নাম রয়েছে।

এর মধ্যে তালিকার এক তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা