Headlines

ভারতের ভেলোরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ

ভারতের তামিলনাড়ু রাজ্যের সিএমসি হাসপাতালটিকে ঘিরে যে চিকিৎসা বাণিজ্য— বিভিন্নভাবে তার অংশ হয়ে রয়েছে বাংলাদেশীরা। অনেক বাংলাদেশী সেখানে অবৈধভাবে বসবাস করছে, অনেকে আবার বিভিন্ন উপায়ে আধার কার্ড এবং ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়ে নিয়েছে। অনেকে সেখানে অবৈধভাবে বসবাস করে চালিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। অনেক খুনি আসামীরও সেখানে বসবাসের খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে গিয়ে ভারতে বসবাসের নজির আগে থেকেই অনেক। এক্ষেত্রে টাকা পাচার সহ বিভিন্ন ধরনের পাচারের কাজেও নিয়োজিত রয়েছে এইসব অবৈধ বাংলাদেশীরা। তবে প্রশাসন এবার নড়েচড়ে বসেছে। তামিলনাড়ু রাজের মূখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের ভেলোরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।