Headlines

ভারত ও হিন্দুদের মহাভক্ত আমি – ট্রাম্প

tramp

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি হিন্দুদের বড় ভক্ত। যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি তাহলে ভারত ও হিন্দু সম্প্রদায় হবে যুক্তরাষ্ট্রের ‘আসল বন্ধু’। ভবিষ্যতে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে।’

শনিবার নিউজার্সিতে রিপাবলিকান হিন্দু জোট আয়োজিত ইন্ডিয়ান-আমেরিকান দাতব্য অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।

এসময় তিনি ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন। খবর নিউইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে এই প্রথম কোনো প্রেসিডেন্ট প্রার্থী ভারত-আমেরিকার অনুষ্ঠানের উপস্থিত হলেন।

অনুষ্ঠানের ফাঁকে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হিন্দুদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার এমন অনেক বন্ধু আছে যারা হিন্দু। ওরা দারুণ মানুষ, অসাধারণ উদ্যোক্তা!’

অনুষ্ঠানের মূল বিষয় ছিল, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ভূমিকাকে সমর্থন করে রিপাবলিকান প্রার্থী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো ভারতও উগ্র-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এজন্য মোদি সরকারকে সমর্থন করছি। ভারতও সন্ত্রাসবাদের শিকার হয়েছে।

এ সময় তিনি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনাকে স্মরণ করে বলেন, ‘মুম্বাই শহরকে আমি খুব ভালোবাসি। এখানে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা ছিল খুব ভয়ানক। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারত-আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়বে।’

সূত্র: যুগান্তর