ভোটার কার্ড এবং আধার কার্ডও তাঁরা ফেরত দেবেন বলে জানিয়েছেন
ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে তাদের। মন্দিরে ঢুকে ধর্ম পালন করতে না দিলে, তারা ইসলাম গ্রহণ করবে । এবার এমনই হুমকি দিল তামিলনাড়ুর প্রায় ২৫০টি দলিত পরিবার ।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের ওপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ বেড়েই চলছে। গুজরাটের উনা, তামিলনাড়ুতে এমন খবর প্রায়ই মিলছে। আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক।
এবারের ঘটনাটি তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়। দলিতদের অভিযোগ, বরাবরই তাদের প্রতি এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়। একই চিত্র কারুর জেলাতেও। স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে।