-
বিএই ১৪৬ বিমানটি দুর্ঘটনার শিকার হওয়ায় ৭৫ জন মারা গেছেন।
-
বিমানটি ব্রাজিলের একটি ফুটবল ক্লাব চ্যাপকোনেসের খেলোয়ারসহ অন্যান্য আরো ফুটবলারদের নিয়ে একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কলম্বিয়ার মেডলিন যাচ্ছিল।
-
বিমানটিতে ৭২ জন খেলোয়াড় এবং পাইলট মিলিয়ে মোট ৮১জন যাত্রী ছিল।
-
দুর্ঘটনায় ছয় জন বেঁচে গিয়েছে, যাদের মধ্যে অন্তত দুইজন খেলোয়াড়।
ব্রাজিল থেকে যাত্রা করার পর বলিভিয়ায় যাত্রা বিরতি করে বিএই ১৪৬ বিমানটি। এরপর বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে যাত্রা শুরু হয় আবার। কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া। বিমানটি ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।