সহসাই চালু হচ্ছে না ভারতের টুরিস্ট ভিসা

বাংলাদেশ

ভারতীয় হাইকমিশন এবং ভারত সরকারের বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে— ভারতের ট্যুরিস্ট ভিসা সহসা চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কোনো জবাব না পাওয়া গেলেও ইঙ্গিত মিলেছে— ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সমস্যার যে অবনতি হয়েছে সে জন্যই মূলত বাংলাদেশ থেকে ভারতে ভ্রমনেচ্ছুদের ভিসা প্রদান আপাতত বন্ধ রেখেছে ভারত সরকার।

প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন সকল ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছিলো। অনেকদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে মেডিকেল ভিসা দেওয়া হলেও ভ্রমণ ভিসা প্রদান এখনো বন্ধ রয়েছে। মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে খুব রক্ষণশীলভাবে। ফলে পূর্ব থেকে ভারতে চিকিৎসারত রয়েছে, এরকম অনেকেই বিপাকে পড়েছেন।