স্কটিশ শল্য চিকিৎসাবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকে ’রাসেল ভাইপার’

রাসেল ভাইপার
প্যাট্রিক রাসেল
প্যাট্রিক রাসেলের করা সাপের চামড়ার ভলিউম থেকে পুরো পৃষ্ঠার নমূনা। কাগজের উপর চামড়া আটকানো রাসেলের এ ভলিউমটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরিক্ষত আছে।

স্কটিশ শল্য চিকিৎসা এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেল (১৭২৭ – ১৮০৫), যিনি ইন্ডিয়াতে কাজ করেছেন, ইন্ডিয়ান সাপের ওপর গবেষণা করেছেন। মূলত তার নাম থেকেই এসেছে ‘রাসেল ভাইপার’ (বৈজ্ঞানিক নামঃ Daboia russelii) নামটি। প্যাট্রিক রাসেলকে ইন্ডিয়ান হারপেটোলজির (সরিসৃপ জাতীয় প্রাণী) জনক বলা হয়। প্যাট্রিক রাসেল জীবনের প্রথম পর্বটি কাটিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায়। এরপর (১৭৮৫ – ১৭৮৯) তিনি ভারতে কাজ করতে আসেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়োগপ্রাপ্ত একজন বোটানিস্ট ছিলেন, তবে তিনি উদ্ভিদ এবং প্রাণী দু’টো নিয়েই কাজ করতেন। ৬৭ ধরনের ইন্ডিয়ান সাপের চামড়া লাগিয়ে তিনি একটি বই তৈরি করেছিলেন, তার মধ্যে ‘রাসেল ভাইপার’ একটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যে সকল অফিসার কাজ করতেন, মূলত তাদের সাপ সম্পর্কে সচেতন করতে তিনি এ কাজটি করেছিলেন। কারণ, তখন সাপের কামড়ে অনেক লোক মারা যেত। তখন প্রায় সমগ্র ইন্ডিয়া ছিলো জঙ্গলাকীর্ণ এবং বিভিন্ন ধরনের সাপের উপদ্রবে পরিপূর্ণ। ১৭৯৬ সালে তিনি সাপটি (রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া) সম্পর্কে প্রথম অবহিত হন।