Headlines

সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র ।। প্রিন্স মোহাম্মদ বিন সালমান

সৌদি আরব মোহাম্মদ বিন সালমান

পাকিস্তানে একজনও মুসলমান নেই বলে দাবি করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানকে অপমান করে সৌদি যুবরাজের এ মন্তব্য পাকিস্তান, বাংলাদেশ ও ভারতসহ সারা বিশ্বে ব্যাপক আলোচনার-সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার রিয়াদে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র। পাকিস্তান নিজেদের মুসলমান দেশ বলে দাবি করে। একজন সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় ওই দেশে তেমন একজনও নেই।’

তবে এখানেই থেমে থাকেননি সৌদির এ মন্ত্রী? তিনি আরও দাবি করে বলেন, “পাকিস্তান হল একটা ক্রীতদাসের দেশ। ভারতের মতো দেশের হিন্দুদের মধ্যে ধর্মান্তরিত হয়ে যারা মুসলমান হয়েছে তারাই পাকিস্তানে থাকে। এদের আসলে ‘হিন্দু-মুসলমান’ বলা হয়।”

তিনি বিশ্বাস করেন, পাকিস্তানি মুসলিমরা আরবদের দাস এবং সারা জীবন তারা আরবদের দাস হয়েই থাকবে। তবে শুধু পাকিস্তান নয়। একই সঙ্গে ভারত ও বাংলাদেশ সম্পর্কেও মন্তব্য করেন সালমান। তার মতে, ভারত ও বাংলাদেশের মুসলমানরাও ধর্মান্তর করেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পোস্টকার্ডডটনিউজ বলেছে, সৌদি আরব সব সময়ই বিশ্বাস করে, সৌদি আরবই সত্যিকারের মুসলিম দেশ। অপরদিকে অন্য দেশের মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর বলে মনে করে তারা।


সূত্র: যুগান্তর