Headlines

আবার বের হচ্ছে ‘আঠারো’ ম্যাগাজিন

দীর্ঘ বিরতির পর ‘আঠারো’ ম্যাগাজিনটি আবার বের হতে যাচ্ছে। ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যা বের হয়েছিল ২০১৩ সালে। সেপ্টেম্বর ২০১৬ থেকে আবার নিয়মিত বের হবে। আগামী সংখ্যার প্রচ্ছদও তৈরি হয়েছে।

যাদের শুভানুধ্যায়ে আঠারো আবার বের হচ্ছে-

শেখ বাতেন, রাইয়ান রনো, বিক্রম আদিত্য, আশীষ দাস, তাপস কুণ্ডু,  দেবজ্যোতি রুদ্র, আমীরুল আলম রবীন, উজমা তাজরিয়ান, রুমা খন্দকার, অজয় মণ্ডল, সুদীপ্ত দাস, আফরোজা আক্তার, ওসমান গনি, শিরিণ কিবরিয়া, রতন বশাক, শ্যামল চন্দ্র দাস, ফারুক মুনশী, দীপাঞ্জন দে, মৃত্যুঞ্জয় জোদ্দার, বিপুল কুমার, সোহেল কিবরিয়া, হারুণ সুমন রশিদ, দিপাঞ্জয় মিরবর, কবির নেওয়াজ, শুভ্র মাহমুদ, মিঠুন মণ্ডল, পরেশ বিশ্বাস, কৃষ্ণ কর্মকার, নিখিল চন্দ্র দাস, কিরণ শেখর কুণ্ডু, জাকিয়া সুলতানা মুক্তা, কাজী সাব্বির আহমেদ অনীন্দ্য, বিপুল কুমার।

1