Headlines

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শ্যামলী নাসরিন, নির্বাহী সভাপতি কাজী মুকুল, সম্পাদক আসিফ মুনীর তন্ময়

শ্যামলী নাসরিন চৌধুরী
শ্যামলী নাসরিন চৌধুরী
(বা থেকে) শ্যামলী নাসরিন, কাজী মুকুল ও আসিফ মুনীর তন্ময়। ছবিঃ সংগৃহীত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি পদে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও কাজী মুকুল নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়। গত শনিবার সংগঠনের ৮ম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। অধিবেশনে সদস্যদের সর্ব সম্মতিক্রমে বিদায়ী সভাপতি শাহরিয়ার কবিরকে উপদেষ্টা পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, শাহরিয়াক কবির সংগঠনের সভাপতি ও কাজী মুকুল সাধারণ সম্পাদক ছিলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ও সংগঠনের নতুন কর্মসূচি জানানো হবে। অষ্টম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন – পিআইডি।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহসভাপতি শহীদসন্তান ড. মেঘনা গুহঠাকুরতা, তানভীর হায়দার চৌধুরী শোভন, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, শহীদসন্তান শমী কায়সার, অধ্যাপক রতন সিদ্দিকী, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, যুগ্ম সাধারণ শহীদসন্তান নূজহাত চৌধুরী শম্পা, অধ্যক্ষ কামরুজ্জামান, সাংবাদিক শওকত বাঙালি, ব্যারিস্টার তাপস কান্তি বল, ব্লগার মারুফ রসুল। বিভাগীয় সম্পাদক হিসেবে আছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (ঢাকা), ডা. মফিজুল ইসলাম মান্টু (রংপুর), সাংবাদিক হারুন অর রশিদ (খুলনা–যশোর), সংস্কৃতিকর্মী কাজল ঘোষ (বরিশাল), সংস্কৃতিকর্মী শামসুল আলম সেলিম (সিলেট), আবু সাদাত মো. সায়েম (চট্টগ্রাম), সহসাধারণ সম্পাদক চারুশিল্পী ফুলেশ্বরী প্রিয়ন্দিনী, চলচ্চিত্র নির্মাতা ইসমাত জাহান, ছাত্রনেতা পলাশ সরকার, খুলনার সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, বরিশালের সংস্কৃতিকর্মী বাহাউদ্দিন গোলাপ, পাবনার ছাত্রনেতা আশেক মাহমুদ সোহান, সংগঠনিক সম্পাদক কেশব রঞ্জন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপক ঘোষ, এবিএম মাকসুদুল আলম, মালেক শেখ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান অপু, হারুন অর রশিদ, অপূর্ব চক্রবর্তী, অর্থসম্পাদক লেথক আলী আকবর টাবি, মহিলাবিষয়ক সম্পাদক লুবনা শারমিন, তথ্য ও গবেষণা সম্পাদক সহকার অধ্যাপক শরীফ নুরজাহান, সহ–তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক সুশীল মালাকার, প্রকাশনা সম্পাদক চারুশিল্পী শেখ শাহনেওয়াজ আলী পরাগ, প্রচার ও গণমাধ্যম সম্পাদক সমকাল সাংবাদিক আবু সালেহ রনি, সহ–প্রচার সম্পাদক সাইফ উদ্দিন রুবেল, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ড. তপন পালিত, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সুইজারল্যান্ড প্রবাসী ব্লগার অমিয় রহমান পিয়াল, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু সাহা, পাঠাগার সম্পাদক হাসনাত আব্দুল্লাহ বিপ্লব, সহ পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট রত্নদীপ দাস রাজু, দফতর সম্পাদক সাংবাদিক সাইফ রহমান ও সহ দফতর সম্পাদক শিমন বাস্কে।

গত শনিবার সকালে ১৯৯২ সালে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।