Headlines

কচুয়ায় একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র (হাজেরা খাতুন স্বাস্থ্যকেন্দ্র) প্রতিষ্ঠা বিষয়ে মতবিনিময় সভা

কচুয়া, বাগেরহাট

কচুয়া, বাগেরহাট


সুধী,

শুভেচ্ছা নিন। আপনারা নিশ্ছয়ই কচুয়ায় একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র (হাজেরা খাতুন স্বাস্থ্যকেন্দ্র) প্রতিষ্ঠার উদ্যোগের বিষয়টি জেনেছেন। স্বাস্থ্যকেন্দ্রটির জন্য প্রয়োজনীয় জায়গা প্রাপ্তিসহ কিছু প্রারম্ভিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্যভাবে নিশ্চিত করা নিঃসন্দেহে দুরূহ, তবে অসম্ভব নয়। কাজটি আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় একটি অংশগ্রহণমূলক স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা হতে চলেছে। যেটি চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি গ্রামের মানুষকে স্বাস্থ্য সচেতন করার দায়িত্বও পালন করবে। আসছে ঈদুল আজহার দ্বিতীয় দিন স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ আলোচনা এবং উন্মুক্ত মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার মহান এ উদ্যোগের সাথে আপনিও থাকবেন বলে অামরা দঢ় আশাবাদ ব্যক্ত করছি। আপনার উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ মতামত স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠার কাজকে অারও বেগবান করবে।

উদ্যোগে, সচেতন কচুয়াবাসী

আলোচনা সভার সূচী

সভা উদ্বোধন : বিকাল ৪ ঘটিকা

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ : বিকাল ৪ ঘটিকা

প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন : বিকাল ৪:১০ ঘটিকা

লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন : বিকাল ৪:২০ ঘটিকা

উন্মুক্ত মত বিনিময় : বিকাল ৪:৩০ ঘটিকা

সমাপনী বক্তব্য ও অনুষ্ঠানের সারসংক্ষেপ সংকলন : বিকাল ৪:৪৫ ঘটিকা

সভাপতির বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি : বিকাল ৪:৫৫ ঘটিকা

তারিখ : ২৩ আগস্ট ২০১৮। সময় : বিকাল ৪টা।
স্থান : স্বাস্থ্যকেন্দ্র চত্বর (বরাদ্দকৃত জায়গা), কচুয়া, বাগেরহাট

কচুয়া