Headlines

প্রতিদিন ধারাবাহিক পথসভা ও মানববন্ধন আয়োজন করার আহ্বান

আজিজুল হক
সম্প্রতি জামায়াত-হেফাজত-বিএনপি সমর্থিত তথাকথিত ‘তৌহিদী জনতা’র নামে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামীর নেতা মৌলবাদী মামুনুল হক গং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন এবং স্থাপিত ভাস্কর্য ভেঙে ফেলার যে চরম ধৃষ্টতাপূর্ণ হুমকি দিয়েছে তার বিরুদ্ধে সারা দেশে নির্মূল কমিটির সকল জেলা ও উপজেলা শাখাকে করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদিন ধারাবাহিক পথসভা ও মানববন্ধন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। ২৩ নভেম্বর (২০২০) সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ আহ্বান জানানো হয়। সিদ্ধান্ত হয়—
“এই সব পথসভা ও মানববন্ধনে দূর থেকে দৃষ্টিগ্রাহ্য বড় ব্যানারে লেখা থাকবে “ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই” নিচে থাকবে সংগঠনের নাম।
স্থানীয় সমমনা অন্যান্য সংগঠনকে নির্মূল কমিটির এসব কর্মসূচির সঙ্গে যুক্ত করা সম্ভব হলে ব্যানারে তাদের নামও থাকতে পারে। ২৪ নবেম্বর থেকে সারা দেশে ১ ঘন্টার এই কর্মসূচি পালনের জন্য নির্মূল কমিটির সকল শাখার প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি