ফলোআপ নিউজ এবং রেনু-এর সৌজন্যে বিশেষ মানুষদের পরিবারে ঈদ উপহার বিতরণ

ফলোআপ নিউজ

৩০ মার্চ থেকে ৩ এপ্রিল চলছে ফলোআপ নিউজ এবং রেনু ( REcNU)-এর পক্ষ থেকে ঈদ আনন্দ আয়োজন। এবার বিশেষ শিশু এবং বিশেষ মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি ২৮টি পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ফলোআপ নিউজ
এবারের আয়োজন সহযোগী হিসেবে নিউ আল আমিন জুয়েলার্স এবং সুহৃদ সার্বিক গ্রামোন্নয়ন সমবায় সমিতি লিঃ অংশগ্রহণ করেছে।

এবারের প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১/২ কেজি গুড়ো দুধ এবং ১/২ কেজি সেমাই।

এবারের আয়োজন থেকে ৩ জন বিশেষ শিশুর চিকিৎসা এবং পরিচর্যার দায়িত্ব নিয়েছে রেনু এবং ফলোআপ নিউজ শুভানুধ্যায়ী ফোরাম।

আয়োজন ছিলো ময়লাপোতা হরিজন পল্লী, ময়লাপোতা বস্তি এবং করিমনগরে।