Headlines

বাগেরহাটে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট।

ইংরেজি ২৫ নভেম্বর ২০১৮, ১১ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ রবিবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮-এ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবসটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন। আলোচনা অনুষ্ঠানটি পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি জনাব মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, বাগেরহাট সদর উপজেলার ইউ.এন.ও জনাব মো: তানজিল্লুর রহমান, দি বাগেরহাট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এর চেয়ারম্যান জনাব মনোয়ার হোসেন টগর, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী সরদার শুকুর আহমেদ, কর্মজীবী নারী’র মুক্তা আক্তার এবং আরও অনেক গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম।

বক্তারা প্রধানত বলেন, “সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি।”

সভাপতির সমাপনী বক্তব্যে জনাব শেখ ফজলুল করিম শান্ত বলেন, সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান তিনি।