বাসদ নেতা কমরেড আবদুর রাজ্জাক এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আব্দুর রাজ্জাক
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল— বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১০ ডিসেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাকের ওপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আব্দুর রাজ্জাক
কুমিল্লার বাসদ নেতা আব্দুর রাজ্জাকের ওপর হামলা। হাসপাতালে ভর্তি।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, আমরা আমাদের মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্তির চেতনায় স্বাধীনতা অর্জন করেছিলাম এই ডিসেম্বর মাসে। গত ৫৩ বছরে শাসকশ্রেণি সেই চেতনার বিপরীতে দেশ পরিচালনা করায় তা অপূরিত থাকায় এবারেও অনুরূপ চেতনায় জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।
কিন্তু আমরা দেখলাম, গণঅভ্যুত্থানের পর একটি চিহ্নিত গোষ্ঠী ‘৭১ এর মুক্তিযুদ্ধ ও ‘২৪ এর গণঅভ্যুত্থানের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, মাজার, মন্দিরে হামলা এবং প্রগতিশীল ব্যক্তিবর্গের ওপর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে চলেছে।
বিবৃতিতে তিনি বলেন, একদল দুষ্কৃতিকারী-উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরীর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ভাস্কর্যে কালি লেপন করে বিকৃত করে দেয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে প্রতিকৃতি ও ভাস্কর্যের কালি মুছতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী বাসদ নেতা আবদুর রাজ্জাকের ওপর হামলা চালায়। কিল, ঘুষি, বুকে-পিঠে লাথি মেরে এবং পিস্তল দিয়ে মাথায় আঘাত করে আবদুর রাজ্জাককে মারাত্মকভাবে জখম করে। বিবৃতিতে তিনি কমরেড আবদুর রাজ্জাকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ সর্বস্তরের জনগণের মধ্যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গণ ঐক্য সৃষ্টির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক উন্মাদনা যে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থি, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সাথে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গণ ঐক্যকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং সকল প্রকার ধর্মান্ধ সাম্প্রদায়িক উন্মাদনা ও উসকানীর হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


বার্তা প্রেরক
মাঈন উদ্দিন চৌধুরী