Headlines

বিউটি বোর্ডিংএ সাহিত্য ও সমকালীন আড্ডা, আপনিও আসতে পারেন

প্রতি শুক্রবার বিকাল চারটায় পুরনো ঢাকার বিউটি বোর্ডিং এর সবুজ চত্বরে সাহিত্য এবং সমকালীন বিষয় নির্ভর আড্ডা দেওয়া হবে। ‘আঠারো’ সার্কেল এই আড্ডার আহ্বান করছে। আড্ডায় আড্ডাকারীদের মধ্য থেকে ঘুরিয়ে ফিরিয়ে বক্তা নির্বাচন করা হবে, এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন, পাল্টা প্রশ্নের মাধ্যমে আড্ডা চলবে। তবে বিতর্কিত বিষয়গুলো দেশের বাস্তবতা বিবেচনায় এড়িয়ে যাওয়া হবে, বা কৌশলে আলোচনা করতে উৎসাহিত করা হবে। যেহেতু এটি শুধু একটি আড্ডা, তাই এখানে থেকে কোনো সিদ্ধান্ত বা উপসংহারে উপনিত হওয়ার সুযোগ নেই। কারো কাছে কোনো বার্তাও আমরা পৌঁছে দিতে চাই না। নিজেদের জানার পরিধি বাড়াতে এবং সমমনাদের নিয়ে একত্রিত হতেই মূলত আড্ডাটির আয়োজন করা হবে।

আড্ডাস্থল: বিউটি বোর্ডিং

ঠিকানা: ১নং শ্রীশদাস লেন, বাংলাবাজার, ঢাকা।

সময়: প্রতি শুক্রবার, বিকাল ৪টা।

আয়োজনে: আঠারো

অংশগ্রহণের জন্য: ০১৮৪ ৬৯৭৩২৩২