আজ (৩ ফেব্রুয়ারি ২০২৫) খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। এবারের পুজা অন্য বছরের মতোই ছিলো জাঁকজমকপূর্ণ। পুজোতে অতিথি হিসেবে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী শিবাজি তিওয়ারি উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আরো উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান এবং কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ শৈলেন্দ্র নাথ মিস্ত্রি।
উল্লেখ্য, খুলনাস্থ গাজী মেডিকেলে দুই শতাধিক ভারতীয় শিক্ষার্থী এবং নয় জন নেপালী শিক্ষার্থী এই মুহূর্তে অধ্যয়নরত রয়েছে। আজকের সরস্বতী পুজোর আয়োজনে তারা ছিলো অন্যতম অংশগ্রাহক। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যেকোনো বেসরকারি মেডিকেল কলেজে সর্বোচ্চ ৪৫% শতাংশ বিদেশী শিক্ষার্থী ভর্তি করতে পারে। খুলনাস্থ গাজী মেডিকেল কলেজ এদিক থেকে অগ্রগামী।
গাজী মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান বলেন, ভারতীয় শিক্ষার্থীদের একটা দাবী ছিলো— সরস্বতী পুজোয় তাদের হাই কমিশনার মহোদয়কে যেন আনা হয়। এজন্য আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সস্ত্রীক এসেছিলেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন।