৪ মার্চ ফলোআপ নিউজ-এর প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। ১৮ মার্চ এ উপলক্ষে খুব সাদামাটাভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয় খুলনার সাতরাস্তা মোড়ে অবস্থিত হাইজিন রেস্টুরেন্টের তৃতীয় তলায়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো “মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়”। বিশেষ শিশুদের নিয়ে করণীয় নির্ধারণের অভিপ্রায় থেকে এ ধরনের টাইটেল ঠিক করা হয় বলে জানান ফলোআপ নিউজ পত্রিকার সম্পাদক দিব্যেন্দু দ্বীপ। এবার জোর দেওয়া হয়েছে কীভাবে পত্রিকার সহযোগী সংগঠন হিসেবে রেনু বিশেষ শিশুদের নিয়ে সফলভাবে কাজ করতে পারে। পরিকল্পনা প্রণয়ন করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, ইঞ্জিনিয়ার শহীদুল আলম, মাদক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান, পুস্তক প্রকাশনা ও ব্যবসায়ী সমিতির সাবেক পরিচালক রতন কুমার দাশ, জাহাজী লিমিটেড-এর পরিচালক অভিনন্দন জোদ্দার, লেখক-সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ প্রমুখ।
ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা বলেন, সমাজের বিবেকবান মানুষেরা এ ধরনের কাজে এগিয়ে আসবেন। মানুষের কাছে যেতে হবে। আমাদের কাছে আপনারা গিয়েছিলেন বলেই আমি এসেছি। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরো বলেন, শুধু বিত্তবানের এগিয়ে আসেন একথা সত্য নয়। বিভিন্নভাবে বিবেকবোধ সম্পন্ন মানুষ এগিয়ে আসতে পারে। তিনি রেনু-এর কাজে সব সময় পাশে থাকবেন বলে জানান।
ইঞ্জিনিয়ার শহীদুল আলম এ ধরনের শিশুদের পাশে থাকার ঘোষণা দেন। তাৎক্ষণিক তিনি উপস্থিত একটি শিশুর জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আহসানুর রহমান বলেন, এ ধরনের মানুষদের মধ্যে মাদকের প্রবণতা রয়েছে, বা আছে কিনা, তাদের মাদক পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিনা, বিষয়গুলো জানতে গবেষণা প্রয়োজন। আমি অধিদপ্তরে একটি গবেষণার প্রস্তাব দিতে পারি।

কর্মসূচী থেকে নিম্নোক্ত ঘোষণাগুলো গৃহীত হয়েছেঃ
১. সম্ভাবনাময় অটিস্টিক শিশুদের তালিকা প্রণয়ন;
২. চিকিৎসা প্রয়োজন এমন অটিস্টিক শিশু এবং মানুষদের তালিকা প্রণয়ন;
৩. সামাজিক সেবা এবং সুরক্ষা বলয়ের আওতায় নেওয়া প্রয়োজন এমন অটিস্টিক শিশু এবং মানুষদের তালিকা প্রণয়ন;
৪. হাসপাতাল নির্মাণের অগ্রগতি প্রতি মাসে পর্যালোচনা করা;
৫. এক্সপেরিমেন্টালি উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর কমপক্ষে পাঁচজন শিশুকে বিদেশ পাঠানোর উদ্যোগ গ্রহণ।
অনুষ্ঠানে বিশেষ মানুষদের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সুহৃদ সার্বিক গ্রামোন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে।