Headlines

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আফসান চৌধুরী

ইতিহাস

আফসান চৌধুরী, সাংবাদিক, কথাসাহিত্যিক ও গবেষক হিসেবে তিনি পরিচিত। আফসান চৌধুরীর জন্মগ্রহণ করেছেন ১৯৫৪ সালে, ঢাকা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে বিভাগে পড়াশুনা করেছেন। সাংবাদিক হিসেবে ঢাকা কুরিয়ার, দ্য ডেইলি স্টার, এবং বিবিসিতে কাজ করেছেন। গবেষক হিসেবে হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রকল্পের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার উল্লেখযোগ্য কয়েকটি কাজ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘তাহাদের কথা’ নামে একটি ভিডিও ডকুমেন্টরী।

এ ছাড়া ‘বাংলাদেশ ১৯৭১’ নামে তার সম্পাদনায় বেরিয়েছে মুক্তিযুদ্ধের একটি অসামান্য দলিল। Afsan Chowdhury


গবেষণাধর্মী কাজের পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ।
প্রকাশিত উপন্যাস: বিশ্বাসঘাতকগণ, প্রকাশিত গল্পগ্রন্থ; আফসান চৌধুরীর গল্প।

ইংরেজিতে প্রকাশিত তার একমাত্র কবিতার বই Conversations with suleman.

সাহিত্যে (মুক্তযুদ্ধভিত্তিক) অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’-এ ভূষিত হয়েছেন তিনি। ফলোআপনিউজ -এর পক্ষ থেকে আফসান চৌধুরীকে অভিনন্দন।