স্বেচ্ছাসেবি সংগঠন ‘আঠারো’ ত্রাণ নিয়ে যাবে বন্যাকবলিতদের জন্য

follow-upnews
0 0

1

তারুণ্য নির্ভর সংগঠন ‘আঠারো’ আগামী ১২/০৮/২০১৬ তারিখ কুড়িগ্রামে বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে যাবে। এজন্য ‘আঠারো’র স্বেচ্ছাসেবিরা ত্রাণ সংগ্রহ শুরু করেছে। আপনি নগদ টাকা অথবা নিম্নোক্ত জিনিসগুলো দিয়ে পাশে দাঁড়াতে পারেন।

যে জিনিসগুলো ত্রাণ হিসেবে দেওয়া যাবে-

১। যেকোনো শুকনো খাবার, পানি;

২। ওষুধ (খাবার স্যালাইন, প্যারাসিটামল, মেট্রোনিডাজল …)

৩। গামছা, লুঙ্গি;

৪। থালা, বাসন ইত্যাদি;

৫। টর্চ লাইট, চার্জার লাইট।

যোগাযোগ: ০১৮৫ ১১০২৫৫৬

 

 

Next Post

টর্নেডো, টাইফুন, হ্যারিকেন ও সাইক্লোনের পার্থক্য

প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়-এর গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কি.মি.-এর বেশি হয়, তখন এই ঝড়কে টাইফুন নামে অভিহিত করা হয়। শুনি বটে, তবে টাইফুন, হ্যারিকেন ও সাইক্লোনের পার্থক্য অনেকেই আমরা জানিনে। সবই ঝড়, নাম ভিন্ন। উৎপত্তিস্থলের পার্থক্য এবং মৌসুমের কারণে এই ভিন্নতা। প্রকৃতপক্ষে ঝড় দুই প্রকার: ১। টর্নেডো; ২। […]

এগুলো পড়তে পারেন