গণহত্যায় আহত হয়ে বেঁচে থাকা পরিবারটিকে এখনো কেনো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে?

বিধান রায়

১৯৭১ সালে খুলনা জেলার চালনা উপজেলার হড্ডা গ্রামে ভয়ংকর একটি গণহত্যার ঘটনা ঘটেছিলো। ঐ গণহত্যায় আহত হয়ে বেঁচে ছিলেন বাগেরহাট জেলার মোংলা উপজেলার কাপালিরমেট গ্রামের ভূষণচন্দ্র রায়। তিনি এবং তার কোলের সন্তান বিধান রায় গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন সেদিন। পরিবারটির অভিযোগ— এখনো তাদের ওপর অত্যাচার-নির্যাতনের পায়তারা চলছে। ইতোমধ্যে বিধান রায়ের ভাড়া দেওয়া দু’টো দোকান দখল করে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিধান রায় বলেন, ১৯৭১ সালে পালিয়ে ভারত যাওয়ার পথে আমরা গুলিবিদ্ধ হয়েছিলাম। দেশ স্বাধীন হলে আমরা ফিরে আসি। ১৯৭২ সালে আমরা বাবার হাতের সই দেখিয়ে আমাদের ৬০ বিঘা সম্পত্তি দখল করে নেওয়া হয়। আমরা সে সম্পত্তি কোনোদিন ফেরত পাইনি। এরপর বাবা মারা গেলে আমি ব্যবসা বাণিজ্য করে আবার ঘুরে দাঁড়াই। ব্যবসা বাণিজ্য করি এবং সামাজিক কাজে যুক্ত থাকি। বিগত সময়ের বাস্তবতায় অনেকের মতো আমিও গ্রাম্য রাজনীতিতে যুক্ত থাকতে বাধ্য হয়েছিলাম। আমার কাছ থেকে সহযোগিতা পেয়েছে ছাড়া কেউ জুলুমের শিকার হয়নি। কিন্তু ৫ তারিখের পর থেকে আমি যেন জুলুমের শিকার হচ্ছি। আতঙ্কিত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি সকলের সহযোগিতা চাই।