১১. যে কারো পরিবারের কোন সদস্য যে কোন সময় মানসিক রোগে আক্রান্ত হতে পারে, অনেক সময় মারাত্মকভাবে সিম্পটম দেখা না দেওয়ায় বিষয়টি অজানা থেকে যায়। তাই কোন মানসিক রোগীকে কোনভাবেই অবহেলা করা উচিৎ নয়। হতে পারে যে, আপনি নিজেই একজন মানসিক রোগী যা আপনি বা আপনার পরিবার এবং বন্ধু-বান্ধব জানে না।
১২. কারো সন্তান মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২ থেকে ৪%।
১৩. অন্য রোগের রোগীর মত পরিবারে মানসিক রোগী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তবে অনেকে তাচ্ছিল্ল করতে পারে, সচেতনভাবে সেটি মোকাবেলা করতে হবে।
১৪. এক্ষেত্রে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই।
১৫. কেউ ভুল করলে তুমি তার সাথে মজা করতে ভুলো না।
১৬. তবে কাছের কেউ এরকম করলে তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে, না হলে সম্পর্ক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
১৭. নিজের প্রত্যাশার জায়গাগুলোও পর্যালোচনা করতে হবে।
১৮. সব ধরনের মানসিক রোগ সারে না, অনেকে ভাল হয় না, সেক্ষেত্রেও পরিবারের সদস্যদের মানসিক প্রস্তুতি দরকার।
১৯. বিষয়টি স্বীকার করে নিলে মেনে নেওয়া সহজ হয়।
২০. তোমার এবং তোমার পরিবারের পথচলা নিজেদের মত হতে হবে, এক্ষেত্রে মানুষের আচারণ বুঝে চলার সুযোগ কম।
চলবে—