খুলনার চিকিৎসাব্যবস্থা বিষিয়ে রেখেছেন দু’জন চিকিৎসক-নেতা

খুলনা

দীর্ঘদিন ধরে খুলনার চিকিৎসাব্যবস্থায় সুচিকিৎসা প্রদানে বাঁধা হয়ে আছেন দু’জন চিকিৎসক-নেতা। বিভিন্ন ধরনের কমিশন-বাণিজ্যসহ তারা রোগীদের অভিযোগ পুঁজি করে চিকিৎসকদেরও জিম্মি করে থাকেন বলে অভিযোগ এসেছে।

খুলনা
দু’জন চিকিৎসক সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে ফলোআপ নিউজ খুলনাতে কমপক্ষে এ ঘরানার চারজন চিকিৎসক নেতার সন্ধান পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেষ্ঠ চিকিৎসক বলেন, খুলনা মেডিকেল কলেজের চিকিৎসাসেবা শেষ করে দিয়েছেন তারা। একজন সরাসরি খুলনা মেডিকেলে যুক্ত ছিলেন, আরেকজন পিছন থেকে ভাগ নিয়েছেন। সবকিছুতেই তাদের ভাগ থাকে। বিস্ময়কর লাগে— এরাই যখন আবার মানুষের কথা বলে। সোস্যাল মিডিয়া থাকায় এদের খুব সুবিধা হয়েছে।

কয়েকজন ভুক্তভোগী রোগীর সাথে কথা বলে ফলোআপ নিউজ জানতে পেরেছে— টাকার বিনিময়ে অভিযুক্ত চিকিৎসকদের রক্ষা করেছেন এই চিকিৎসক-নেতারাই। অভিযুক্ত একজন চিকিৎসকও এ দু’জন চিকিৎসককে টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ, বিভাগীয় স্বাস্থ্যবিভাগ, সিভিল সার্জনের বাণিজ্য, ড্রাগ এডমিনিস্ট্রেশনের বাণিজ্য— চিকিৎসাসেবা-সম্পর্কিত সকল বাণিজ্যেই এতদিন তাদের ভাগ ছিলো। এমনকি মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস চক্রের সাথেও পাওয়া গিয়েছে তাদের সখ্যতা।

খুলনার নাগরিক সমাজের দাবী— নাগরিক সমাজ এবং দায়িত্বশীল চিকিৎসকদের সমন্বয়ে কমিটি করে এতদিন লুটেপুটে খাওয়া চিকিৎসক নেতাদের বিষয়ে অনুসন্ধান করা হোক।


পরবর্তী সংবাদঃ

খুলনার সন্ধানী ক্লিনিকের ঝুঁকিমুক্ত ইকোবাণিজ্য

প্রাসঙ্গিক সাক্ষাৎকারঃ