চিকিৎসাসেবার মান যাচাইয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের ওপর জরিপ

চিকিৎসাসেবা সংক্রান্ত জরিপ

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে সাধারণ জনগণের অভিযোগ অন্তহীন। আবার চিকিৎসক এবং সম্পর্কিত অন্যান্য সেবাদাতাদের পক্ষ থেকেও রয়েছে অনেক অভিযোগ। কিন্তু এইসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তথ্যনির্ভর পরিসংখ্যান, কেসস্টাডি বা গবেষণা খুবই অপ্রতুল। সার্বিক বাস্তবতা মাথায় রেখে রোগীদের অভিযোগ তথ্যাকারে সংগ্রহ করে, তা যাচাই করে, যাচাইনির্ভর তথ্য-উপাত্ত তৈরি করা খুবই জরুরী। রোগী হিসেবে আপনি যদি নিজেকে প্রতারিত মনে করেন, তাহলে এখানে উল্লিখিত নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা নিরপেক্ষভাবে কাজটি করতে চাই, এজন্য চিকিৎসক, ক্লিনিক এবং সম্পর্কিত প্রতিষ্ঠানের কর্নধারদের বক্তব্যও আমরা যথাযথভাবে যুক্ত করবো।

চিকিৎসাসেবার মান যাচাইয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের ওপর জরিপঃ

এরিয়াঃ খুলনা শহর, বাগেরহাট শহর, সাতক্ষীরা শহর এবং যশোর শহর

প্রয়োজনীয় তথ্য

ডায়াগনস্টিক সেন্টার/ক্লিনিকের নামঃ

মালিকের নামঃ

প্রতিষ্ঠাকালঃ

ঠিকানাঃ

রেজিষ্ট্রেশন কোডঃ

লাইসেন্স নম্বরঃ

লাইসেন্স অনুমোদনের তারিখঃ

নবায়নের তারিখঃ

সেবার তালিকাঃ

বিশেষজ্ঞ চিকিৎসকগণের নাম পরিচয়ঃ

একজন চিকিৎসক যে প্রতিষ্ঠানগুলোতে সেবা দিয়ে থাকেনঃ

প্যাথোলজিস্টগণের নাম এবং পরিচয়ঃ

এমএলএস/সিএলএস/এমটি-গণের নাম এবং পরিচয়ঃ

কতজন সেবক/সেবিকা রয়েছে (ক্লিনিকের ক্ষেত্রে প্রযোজ্য)ঃ

মন্তব্য

……………………………………………………………..

……………………………………………………………..

কেস স্টাডিঃ
রোগীর রোগের বিবরণ (রোগীর বক্তব্য)

ডাক্তারের পরামর্শ
(প্রেসক্রিপশন, রোগীর কাছ থেকে প্রাপ্ত)

ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্ট
(রোগীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের আলোকে)

যাচাইকরণঃ
তৃতীয় পক্ষের মাধ্যমে রোগীর রোগ সম্পর্কিত অভিযোগ, প্রেসক্রিপশন এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্টের যথার্থতা নির্ণয়।

প্রাপকঃ স্বাস্থ্য মন্ত্রণালয়, সম্পর্কিত বিভিন্ন বেসরকারি সংস্থা এবং মিডিয়া।

বাস্তবায়নেঃ

কিউ এন্ড সি রিসার্চ, ০১৮৪ ৬৯ ৭৩২৩২

মিডিয়া পার্টনারঃ

www.follow-upnews.com

আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।  কাজটি বাস্তবায়নে কেউ ডোনেট কারতে চাইলে নিচের নম্বরে যোগাযোগ করে করতে পারেন।

যোগাযোগঃ

দিব্যেন্দুু দ্বীপ

প্রধান নির্বাহী পরিচালক

কিউ এন্ড সি রিসার্চ

০১৮৪ ৬৯ ৭৩২৩২