জাতীয় তথ্য বাতায়নে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে তেমন কোনো তথ্য নেই

follow-upnews
0 0

ডাক্তারদের নাম পর্যন্ত নেই। সেবাসমূহ সম্পর্কে কোনো তথ্য নেই। কিছুই নেই। যতটুকু তথ্য আছে স্ক্রিনশটে এখানে দেওয়া হয়েছে। কচুয়া উপজেলার মানুষ যারা ডিজিটালি তথ্য পেতে চায় তারা বিস্ময় প্রকাশ করেছে কচুয়া উপজেলার তথ্য বাতায়ন ঘেটে। পাশাপাশি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা এবং সেবার মান নিয়ে রয়েছে নানান প্রশ্ন। দীর্ঘদিন ধরেই সেখানে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ নেই বলে জানা যাচ্ছে। শীঘ্রই একটি সরোজমিন প্রতিবেদন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে প্রকাশিত হবে ফলোআপনিউজ.কম -এর পাঠকদের জন্য।

কচুয়া, বাগেরহাট

ডাক্তার তাপস দাস মারা গিয়েছেন গত বছর। এখনও মেডিকেল অফিসার হিসেবে তার নামই দেখানো হচ্ছে। ভুলেভালে এতটুকুই আছে লোকবল সম্পর্কে, কর্মচারীদের সম্পর্কে কোনো তথ্য নেই। 

কচুয়া উপেজেলা, বাগেরহাট

Next Post

নোয়াখালির নতুন খেল: শুধু জিয়ার নামটা মুছে বসিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর নাম!

ঠিকানা, নাম ও পদবি একই আছে, শুধু ক্লাবের নামটা বদলেছেন। একেবারে রাতারাতি বদলে নিয়েছেন। আগে ছিলেন ‘শহীদ জিয়া একতা ক্লাব’-এর, এখন হয়েছেন ‘বঙ্গবন্ধু একতা ক্লাব’-এর সভাপতি। বলা হচ্ছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর খুরশিদ আলমের কথা। কয়েক দিন ধরে ভিজিটিং কার্ড দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, খুরশিদ আলম এমনই এক […]
শহীদ জিয়া একতা ক্লাব