Headlines

মাদকাসক্তদের চিকিৎসা দেয় ব্রেন এন্ড লাইফ হসপিটাল

001

doctorমাদক। এই শব্দটি বর্তমান প্রেহ্মপটে একটি ভয়াবহ ব্যাধি। মাদকদ্রব্য ধ্বংস করছে জীবনীশক্তি, প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে জনম দিচ্ছে সন্ত্রাস। মাদকবিরোধী আন্দোলন, মাদকশকতি ও মানসিক চিকিৎসায় নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব মোঃ ফকরুল হোসেন। মাদকশকতি ও মানসিক রোগীদের আধুনিক যুগোপযোগী চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেছেন ব্রেন এন্ড লাইফ হসপিটাল । মাদকশক্ত ও মানসিক রোগীদের জন্য কাউনসিলিং, সাইকোথেরাপি, রিলাকজেশন ট্রেনিং, কম্পিউটার প্রশিক্ষণ, ব্যায়ামের বিশেষ ব্যবস্থা রয়েছে। গ্রুপ থেরাপি ও ফ্যামিলি থেরাপি পরিচালিত হচ্ছে ব্রেন এন্ড লাইফ হসপিটালে। এছাড়া হসপিটালটির অন্যতম বৈশিষঠ হচ্ছে প্রত্যেক রোগীকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধিনে চিকিৎসা, ঘরোয়া পরিবেশ, পুরুষ ও মহিলা রোগীদের জন্য সম্পূর্ণ পৃথক ওয়ার্ড, কেবিন, সেমি কেবিন, বিশেষ মনিটরিং সেল, ধর্মীয় কাজে উৎসাহ যোগান এবং বিশেষ ক্ষেত্রে অভিভাবকের অনুমতিক্রমে কেচিং করে বাসাথেকে নিয়ে আসা হয় ।