রক্তের প্লাটিলেট কী? ডেঙ্গুজ্বর হলে কেন রক্তে প্লাটিলেট কমে যায়?

ডেঙ্গু জ্বর

ডেঙ্গুজ্বর হলে রক্তের প্লাটিলেট কমে যায়। অনেকেই প্রশ্ন করেছেন, প্লাটিলেট কী?

উত্তর: 

Platelet

Platelet,also called thrombocytes are a component of blood, A small colorless disc-shaped cell fragment without a nucleus, found in large numbers in blood and involved in clotting, its function is to react to bleeding from blood vessel injury. 

প্লাটিলেট বা অণুচক্রিকা হলো রক্তের একধরনের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।

স্বাভাবিক মানুষের রক্তে অণুচক্রিকার হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ থেকে চার লাখ।

সাধারনত ৪জন ডোনার থেকে ১ব্যাগ প্লাটিলেট পাওয়া যায়। উন্নত প্রযুক্তির কল্যাণে কারও শরীর থেকে শুধু প্লাটিলেট নিয়ে অন্য উপাদানগুলো পুশব্যাক করে দেওয়া যায়। 

প্লাটিলেট দিলে ১০-১৫ দিন পর আবার সে প্লাটিলেট দিতে পারে, কারণ, অণুচক্রিকা ছাড়া অন্য কিছু নেয়া হয় না। আর অণুচক্রিকার জীবন কাল ৩দিন যা ২/৩ দিনেই শরীর আবার তৈরি করে।

নরমাল ব্লাড ডোনারের সাথে প্লাটিনেট ডোনারের পার্থক্য হলো এক্ষেত্রে একজন সচেতন ডোনার একাই চারজন ডোনারের কাজ করতে পারে। 

হঠাৎ বেড়েছে ডেঙ্গু জ্বর

ডেঙ্গু জ্বরের ৬ লক্ষণ

ডেঙ্গু হলে কী খাবেন?

ডেঙ্গু জ্বরের চিকিৎসা কী?

ডেঙ্গু ভাইরাস বিনাশকারী অ্যান্টিবডি’র সন্ধান

প্লাটিলেট