স্থাপত্যবিদ শিবু বসুর উদ্যোগে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজ চেয়ারম্যানের পৃষ্ঠপোশকতায় নির্মিত হয় হাজেরা খাতুন ক্লিনিকটি

কচুয়া

বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় অবস্থিত হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড অংশীদারিত্ব মালিকানার ভিত্তিতে নির্মিত একটি ক্লিনিক হলেও, এটি মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে।

কচুয়া
হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড, কচুয়া।

তবে এলাকার সচেতন নাগরিক সমাজ বলছে, ক্লিনিকটি পূর্ণাঙ্গ কোনো সেবা দিতে সমর্থ নয়। এটি একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হচ্ছে, পাশাপাশি বিভিন্নভাবে অনুদানও তারা সংগ্রহ করে থাকে। ক্লিনিকটি আসলে বিশাল পরিসরে অবস্থিত কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একটি কার্যকরী হাসপাতাল করার জন্য এলাকাবাসীর যে দাবী, সে দাবীর পথে বড় একটি মনস্তাত্ত্বিক বাধা সৃষ্টি করেছে।

খোঁজ নিয়ে জানা যায়— ক্লিনিকটির উদ্যোক্তা কচুয়ার সন্তান, খুলনা বিশ্বিবদ্যালয়ের শিক্ষক শিবু বসু। তিনি তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কচুয়া উপজেলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং বাগেরহাট-২ আসনের তৎকালীন এমপি মীর শওকাত আলী বাদশা-কে নিয়ে হাসপাতালটি নির্মাণ করেন।

হেলাল উদ্দিন ফাউন্ডেশন
ছবিঃ ক্লিনিকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

তবে ক্লিনিকটির সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের নজির রয়েছে। যেমন তারা শেখ পরিবারের প্রভাবশালী এমপি শেখ হেলালের নামে করা ‘হেলাল উদ্দিন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতো। এছাড়াও তারা বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। বন্যার সময় ফান্ড কালেকশনের চেষ্টা করেছে।

কচুয়া
মাহফুজ চেয়ারম্যান প্রয়াত হলে তার ছেলে মেহেদী হাসান বাবু চেয়ারম্যান হন। ক্লিনিকের পক্ষ থেকে তাকে সংধর্ধনা দেওয়া হয়।

এছাড়াও শিবু বসু কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমানের জায়গায় (সাইনবোর্ড বাজারে) একটি রিসোর্ট নির্মাণ করেছিলেন। শিবু বসু মূলত এটির নকশাকার এবং উদ্যোক্তা ছিলেন, মালিক ছিলেন না।


কচুয়া, বাগেরহাটের সন্তান শিবু বসু বর্তমানে খুলনা বিশ্বিবদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শিবু বসু
খুলনা বিশ্বিবদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগ থেকে সংগৃহীত।