আপনার জামা প্যান্ট জুতোর মাপ বলতে জানেন কি?

জামার মাপ

জামার মাপঃ

বুক: 40″
কোমর: 38″
কাঁধ: 18″
হাতা: 24″
গলা: 15.5″
দৈর্ঘ্য: 29″

এতকিছু বলার প্রয়োজন নেই। সাধারণত বুকের মাপ এবং দৈর্ঘ যতটুকু পরতে চান— তবে চেষ্টা করুন নিজের সম্পূর্ণ মাপ জেনে নিতে।

প্যান্টের মাপ লেখার নিয়ম

সাধারণত এভাবে লেখা হয়:
Waist × Length
উদাহরণঃ

  • 32×40 → কোমর ৩২ ইঞ্চি, লম্বা 40 ইঞ্চি

  • 34×41 → কোমর ৩৪ ইঞ্চি, লম্বা 41 ইঞ্চি

তবে প্যান্ট কেনার সময় আমরা সাধারণত কোমরের মাপ বলে থাকি।

জুতোর মাপঃ