গুলিস্তান থেকে হেঁটে হেঁটে হকি স্টেডিয়ামের পাশ দিয়ে রাষ্ট্রপতির বাসস্থানের দিকে আসছিলাম। হঠাৎ যেন চোখে পড়ল একটি পারিবারিক খুনসুটি! ফিরে গেলাম, দেখি, সত্যিই একটি পরিবার সেখানে হাস্যোজ্জ্বল! অনুমতি নিয়ে ছবি তুললাম। আমার স্বস্তা মোবাইলে খুব ভালো ছবি উঠল না। তবে যেটুকু উঠেছে তাতে বিষয় এবং ভাব স্পষ্ট। আবার দেখা করার ইচ্ছে প্রকাশ করলাম। ওনারা ওখানেই আরো কয়েকদিন থাকবেন জানিয়ে আমাকে অভিনন্দন জানালেন।
এভাবে থেকেও হাসতে পারাটা খুব সহজ কথা নয়। ওদের স্যালুট!!