খুলনা সদর থানার সাব-ইনস্পেক্টর লতিফা রহমান পপির তৎপরতায় প্রতিবন্ধী মতিলাল রাউতের হারিয়ে যাওয়া ১৫০০০ টাকা এবং পরিবারের মূল্যবান কাগজপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। মতিলাল রাউত শেষ সম্বল হারিয়ে পাগল প্রায় হয়ে খুলনা সদর থানার দ্বারস্থ হয়েছিলেন। থানা মতিলাল-এর অভিযোগ আমলে নিয়ে উদ্ধার তৎপরতায় সামিল হয়। তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন সদর থানার সাব-ইনস্পেক্টর লতিফা রহমান পপি। এ উদ্ধারকাজে বিশেষভাবে সহযোগিতা করেন আপ্যায়ন হোটেলের স্বত্বাধিকারী এবং সমাজকর্মী বিষ্ণুপদ দাশ। আপ্যায়ন রেস্টুরেন্টে বসেই ১৪ জানুয়ারি (২০২৫) মতিলাল রাউতের হাতে উদ্ধার হওয়া টাকা এবং কাগজপত্র তুলে দেওয়া হয়।