Headlines

সড়ক দুর্ঘটনা নিয়ে দিব্যেন্দু দ্বীপের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা

গোপালগঞ্জ

১০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে খুলনার রূপসা ব্রিজের কাছে লবণচোরা নামক স্থাানে যে মর্মান্তিক সড়ক দর্ঘটনা ঘটে তাতে মারা যায় গোপালগঞ্জের পাঁচ ছাত্র যুুব রাজনীতিক। নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক বাবু (২৬), সদর থানা যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম (৩২), জেলা ছাত্রলীগের উপ-ছাত্র উপবৃত্তিবিষয়ক সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব (২৫), জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ ও সদর উপজেলা ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অনিমূল ইসলাম (২৪)।

সড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে, বেঘোরে মারা যাচ্ছে মানুষ। একেবারেই প্রতিকারহীন হয়ে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। বুদ্ধিবৃত্তিক মতামতা যেগুলো আসছে সেগুলো বাস্তব অভিজ্ঞতালবদ্ধ নয়, আন্তরিক নয়। এমতাবস্থায় আমরা কথা বলতে চেয়েছি চালকদের সাথে, ঠিক যাদের হাত ধরে দুর্ঘটনাটা ঘটে। যাদের সাথে কথা বলেছি তারা চালক, একইসাথে বর্তমানে শ্রমিক সংগঠনের নেতা।

অকালমৃত্যুর শিকার হওয়া গোপালগঞ্জের এই পাঁচ ছাত্র ও যুব নেতার প্রতি উৎসর্গ করছি এই আলোাচনা পর্বটি।